সহ-প্রধান শিক্ষকের দু'টি কথা

সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী, আস্সালামু আলাইকুম, ড্যাফোডিল স্কুল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। স্কুলটি আধুনিক, মানবিক ও মানসম্মত শিক্ষার প্রতি যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে, তার ধারাবাহিকতাকে আরও সুদৃঢ় করাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষা কেবল তথ্য আহরণ নয়; এটি মূল্যবোধ, সৃজনশীলতা ও দায়িত্ববোধ গঠনের এক দীর্ঘ পথচলা। আমাদের শিক্ষার্থীরা যেন পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে—সে লক্ষ্যে আমরা একবিংশ শতাব্দীর প্রয়োজনীয় দক্ষতা, প্রযুক্তি জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। সহ-প্রধান শিক্ষক হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি স্কুল কেবল পাঠদানের স্থান নয়; এটি শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখায়, আত্মবিশ্বাস জোগায় এবং নিজের সম্ভাবনা আবিষ্কারের পথ তৈরি করে। ড্যাফোডিল স্কুলের শিক্ষকবৃন্দ নিষ্ঠা, আন্তরিকতা ও মমত্ববোধ নিয়ে প্রতিটি শিক্ষার্থীর পাশে থাকেন, যাতে তারা একাডেমিক জ্ঞান ছাড়াও মানবিক গুণাবলী, সৃজনশীল চিন্তা ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে ওঠে। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞানচর্চা, খেলাধুলা এবং নেতৃত্বমূলক কর্মশালার মাধ্যমে নিজেদের বিকশিত করার সুযোগ পায়। আমরা বিশ্বাস করি, এই সমন্বিত শিক্ষাপদ্ধতিই একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। ড্যাফোডিল স্কুলের অগ্রযাত্রায় অভিভাবকদের অবদান অসামান্য। বিদ্যালয়–অভিভাবক–শিক্ষার্থী এই ত্রিমুখী সহযোগিতাই আমাদের সাফল্যের ভিত্তি। ড্যাফোডিল স্কুলের প্রতিটি শিক্ষার্থী যেন নৈতিক, সৃজনশীল, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে—এই আমাদের চূড়ান্ত প্রত্যাশা। ভবিষ্যতে আমাদের অগ্রযাত্রা আরও সমৃদ্ধ হোক—এই কামনা রইল। ধন্যবাদান্তে - মোঃ আলকাছ মিয়া সহ-প্রধান শিক্ষক ড্যাফোডিল স্কুল